বিচারবিভাগীয় তদন্ত করে শ্রমিক হত্যার শাস্তি দাবি স্কপের

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারায় এস আলম গ্রম্নপের মালিকানাধীন কয়লা-ভিত্তিক তাপ বিদু্যৎকেন্দ্রে গুলি করে পাঁচ শ্রমিক হত্যার ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে এই দাবি জানায় সংগঠনটি। স্কপের যুগ্ম-সমন্বয়ক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহিদুলস্নাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা প্রমুখ। নেতারা বলেন, যদি ওই শ্রমিকদের বুকে পুলিশ গুলি চালিয়ে থাকে তাহলে খুনের অপরাধে পুলিশের ওই সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর তদন্ত ছাড়াই ঘটনা প্রসঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ভূমিকা দেখে মনে হচ্ছে তারা প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। তাই প্রশাসন বা পুলিশের তদন্ত নয়, প্রকৃত সত্য উদঘাটন ও অপরাধীদের চিহ্নিত করতে বিচারবিভাগীয় তদন্ত করতে হবে। তারা অভিযোগ করেন, একই প্রকল্পে ৫ বছর আগেও গুলি করে ৪ জন মানুষ হত্যা করা হয়েছিল। পুলিশের ব্যর্থতার কারণে সেই হত্যাকান্ডের বিচার হয়নি বলে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। শ্রমিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে নেতারা বলেন, তিন লাখ না, নিহত শ্রমিকদের পরিবার প্রতি আইএলও কনভেনশন ১২১ অনুসারে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের ন্যায়সঙ্গত ১০ দফা মেনে নিতে হবে।