বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন ব্যাংকে, ঈদ বোনাস শিগগিরই

প্রকাশ | ০৪ মে ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার অর্থ ছাড় দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। বেতন-ভাতা তোলার শেষ দিন ৮ মে। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (বসরং.মড়া.নফ) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতেও বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এপ্রিল শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ ছাড় দেওয়া হয়েছে। নির্ধারিত আটটি ব্যাংকে বেতন-ভাতার অর্থ পাঠানো হয়েছে। আগামী ৮ মে মাসের মধ্যে এই অর্থ তুলতে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষক-কর্মচারীদের। এদিকে দ্রম্নত সময়ের মধ্যে ঈদ বোনাস দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষক কর্মচারীদের বেতনের ২০ শতাংশ ঈদ উৎসব ভাতা হিসেবে প্রদান করা হবে।