বেতন পরিশোধে ৮ কোটি টাকা ঋণ বিআরটিসিকে

প্রকাশ | ০৫ মে ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনকে (বিআরটিসি) শর্তসাপেক্ষে আট কোটি টাকা সুদমুক্ত ঋণ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বিধিনিষেধের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য এ ঋণ দেওয়া হয়েছে। বিআরটিসিকে এই ঋণের টাকা আগামী দুই বছরের মধ্যে দুই কিস্তিতে পরিশোধ করতে হবে। মঙ্গলবার অর্থ বিভাগে বিআরটিসির চেয়ারম্যানের উপস্থিতিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।