বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৭ মে ২০২১, ০০:০০

মমতাকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

\হযাযাদি ডেস্ক

টানা তৃতীয় বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান।

গত বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেন। তাকে শপথ পড়ান রাজ্যপাল জগদীপ ধনখড়। করোনাভাইরাস মহামারির কারণে এবার শপথ অনুষ্ঠান সীমিত আকারে অনুষ্ঠিত হয়েছে। যার কারণে ভারতের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতারা নিমন্ত্রণ পাননি।

এবার পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেস ২৯২টি আসনের মধ্যে ২১৩টি আসনে জয়ী হয়ে রাজ্য ক্ষমতায় এসেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দল জিতলেও নিজ আসন নন্দীগ্রাপ্রেতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

অকারণে মানুষকে

গ্রেপ্তার করা

হচ্ছে :বাবলু

\হযাযাদি রিপোর্ট

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, 'দেশে সুশাসন নেই, আইনের শাসন নেই। এখন অকারণেও মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। হয়রানির শিকার হচ্ছে।'

বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি কথা বলেন।

বাবলু বলেন, 'জাতীয় পার্টি গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে সংগ্রাকরছে। জনসাধারণের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি পলিস্নবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নতুন বাংলাদেশ গড়বে।'

এর আগে অনুষ্ঠানে নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পলিস্নবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে