বাড়ি যেতে ক্যাম্পাসের বাস চান জবি শিক্ষার্থীরা নাকচ প্রশাসনের

প্রকাশ | ১১ মে ২০২১, ০০:০০

মহিউদ্দিন রিফাত
সরকার ঘোষিত চলমান লকডাউনে পুরান ঢাকায় আটকাপড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঈদে ক্যাম্পাসের নিজস্ব বাস দিয়ে বাড়ি ফিরতে চান। ইতোমধ্যেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এজন্য আবেদন করেছেন। তবে শিক্ষার্থীদের এই দাবি নাকচ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক অধ্যাপক আব্দুলস্নাহ আল মাসুদ এবং প্রক্টর ড. মোস্তফা কামাল। জানা যায়, গতবছরের শেষের দিকে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার একটি গুঞ্জন শুরু হয়। বিশ্ববিদ্যালয় খোলার পরেই সেমিস্টার পরীক্ষা শুরু হবে- এমন খবরে অনেক শিক্ষার্থীই গ্রাম থেকে ঢাকায় এসে পড়ে। তবে সবশেষে খোলেনি বিশ্ববিদ্যালয়। এমতাবস্থায় তাদের অধিকাংশই টিউশনি ও বিভিন্ন পার্টটাইম চাকরি করে নিজেদের খরচ মেটাচ্ছিলেন। তবে বর্তমানে সংক্রমণ ও মৃত্যহার পুনরায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউনে অসহায় হয়ে পড়েছে এসব শিক্ষার্থী। দূরপালস্নার গণপরিবহণ বন্ধ থাকায় বাড়ি যাওয়ার সুযোগও পাচ্ছেনা তারা। যার ফলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহণের মাধ্যমে শিক্ষার্থীদের ৮টি বিভাগীয় শহর পৌঁছে দেওয়ার দাবি জানিয়ে ৪ মে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। শুরুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিলেও সরকারের অনুমতি না পাওয়া, বহিরাগতদের ঠেকানোর অনিশ্চয়তা, কাজটি প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনাসহ বেশ কয়েকটি কারণ দেখিয়ে শেষ পর্যন্ত বিষয়টি নাকচ করে দেয় কর্তৃপক্ষ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যানড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, আমি অনেকটা আশাহত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেক সংগ্রামের মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে যায়। এই মহামারির মধ্যেও ঢাকায় থেকে অনেক শিক্ষার্থী চাকরির পরীক্ষা দিচ্ছেন এবং কেউ বা টিউশনি করে পরিবারকে সাহায্য করছেন। ঈদে ছুটি থাকলেও তারা আজ মা-বাবার সঙ্গে ঈদ করতে গ্রামে যেতে পারছে না। বিশ্ববিদ্যালয় যদি স্বাস্থ্যবিধি মেনে তাদের বাসের ব্যবস্থা করে দিত, তাহলে শিক্ষার্থীরা উপকৃত হতো। তাছাড়া, রেল বিভাগ স্টাফদের জন্য বিশেষ ট্রেন চালু রেখেছে আবার সরকারি বিভিন্ন বিভাগের নামে লোগো লাগিয়ে বাস ছেড়েছে স্টাফদের গ্রামে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের দাবিও অযৌক্তিক নয়। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রক্টরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, 'শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শুরুতে আমরা বিষয়টি নিয়ে আন্তরিক ছিলাম। তবে লকডাউন ও করোনার পরিস্থিতি খারাপ থাকায় সরকারের তরফ থেকে এ ব্যাপারে কোনো ক্লিয়ারেন্স পাইনি। আমরা উদ্যোগ নিতে চেয়েছিলাম তবে সরকারের অনুমতি না পাওয়ায় তা আর সম্ভব হচ্ছে না।' এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক অধ্যাপক আব্দুলস্নাহ আল মাসুদ বলেন, 'লকডাউনে ছাত্রছাত্রীদের বাড়ি যাওয়ার ব্যাপারটি কষ্টসাধ্য। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহণের মাধ্যমে তাদের পৌঁছে দিতে পারলে ভালো হতো। তবে এই প্রক্রিয়াটি হয়তো সরকারের প্রশ্নের বাইরে থাকবে না এবং এমন কোনো নজিরও নেই। ভিসি স্যারের পরামর্শে আমি কিছুটা প্রস্তুতিও নিয়েছিলাম বাসগুলো প্রস্তুত করার। তবে পরবর্তীতে সার্বিক দিক বিবেচনায় ভিসি স্যারের নির্দেশনায় বিষয়টি আবার নাকচ করা হয়েছে।'