স্থানীয় উদ্যোগে সব প্রাথমিকে শহীদ মিনার নির্মাণের নির্দেশ

প্রকাশ | ১১ মে ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় উদ্যোগে নির্ধারিত নকশা অনুসারে শহীদ মিনার স্থাপনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ডিপিই থেকে বিষয়টি জানিয়ে সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে শহীদ মিনারের নকশা মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, স্কুল প্রাঙ্গণের উপযুক্ত স্থানে জায়গার সদ্ব্যবহার করে নির্ধারিত নকশা অনুসারে শহীদ মিনার নির্মাণ করতে হবে। অধিদপ্তর বলছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের অভিন্ন নকশা প্রণয়ন করে মাঠ প্রাঙ্গণে স্থাপন উপযোগী দুটি নকশা প্রেরণ করা হয়েছে। পাঁচ স্তম্ভবিশিষ্ট ও তিন স্তম্ভবিশিষ্ট দুটি অপশনের ক্ষেত্রেই বিভিন্ন উচ্চতায় স্তম্ভের সাইজের ছক দেওয়া আছে। অধিদপ্তর আরও বলছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণের জন্য সরকার থেকে কোনো অর্থ বরাদ্দ করা হবে না। এটি স্থানীয় উদ্যোগে নির্মাণ করতে হবে।