বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক

বস্নু-ওয়াইল্ডবিস্টের ঘরে নতুন অতিথি

প্রকাশ | ১১ মে ২০২১, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
মায়ের সঙ্গে শাবক
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বস্নু-ওয়াইল্ডবিস্টের পরিবারে নতুন শাবকের জন্ম হয়েছে। রোববার সন্ধ্যায় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, শনিবার সকালে পার্কের কোর সাফারি অংশের আফ্রিকান সাফারিতে মা ওয়াইল্ডবিস্টের সাথে নতুন শাবককে দেখতে পাওয়া যায়। নতুন শাবকসহ পার্কে ওয়াইল্ডবিস্টের সংখ্যা দাঁড়াল ১৪টিতে। তবে নতুন শাবকটি মাদি না পুরুষ তা জানা যায়নি। পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. সরোয়ার হোসেন খান বলেন, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত পূর্ণ বয়স্ক বস্নু ও বস্নাকসহ বিভিন্ন জাতের ওয়াইল্ডবিস্ট এ পার্কে আনা হয়। এ প্রাণীগুলো আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পূর্ব দেশগুলোতে প্রাকৃতিক পরিবেশে বিচরণ করতে দেখা যায়। এরা তৃণভূমিতে একসঙ্গে পালে চলাফেরা করে থাকে। প্রতিটি বাচ্চার ওজন হয় সাধারণত ১৯ কেজির মতো। প্রথমে বাচ্চাদের গায়ের রং ধূসর (টনি ব্রাউন) এবং পূর্ণ বয়স্ক হলে তার বর্ণ হয় নীলাভ ধূসর। প্রতিবার এরা সাধারণত একটি করে বাচ্চা প্রসব করে থাকে। আট মাস থেকে এক বছর পর্যন্ত এরা মায়ের সঙ্গে থাকে ও দুধ পান করে। এক সপ্তাহ পর থেকে মায়ের দুধের পাশাপাশি ঘাস খেতে শুরু করে। পরে তারা স্বাধীনভাবে বিচরণ করতে থাকে। এরা ছোট ঘাস খেতে বেশি পছন্দ করে। পুরুষ বাচ্চারা দুই বছর এবং মাদি বাচ্চারা ১৬ মাসে প্রজননক্ষম হয়। প্রাকৃতিক পরিবেশে বস্নু ওয়াইল্ডবিস্ট ২০ বছর এবং আবদ্ধ পরিবেশে ২৪ বছর পর্যন্ত বাঁচতে পারে। তিনি আরও বলেন, প্রসবের কয়েক মিনিট পর শাবক ওঠে দাঁড়ায় এবং দৌড়াতে শুরু করে।