শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সড়কে প্রাণ গেল ৫ জনের

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
চট্টগ্রাম অফিস
  ১১ মে ২০২১, ০০:০০

চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫ জনের। আর গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ হয়ে একই পরিবারের ৪ সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী পুলিশ পরিদর্শক শীলাব্রত দাশ সোমবার বিকালে এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার দুপুর আড়াইটার দিকে বাঁশখালী উপজেলার পূর্ব বৈলগাঁও দমদমার দীঘির পাড়ে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালক আবদুর রহিম (২৫)সহ ৩ জনকে চমেক হাসপাতালে আনা হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এর আগে রোববার দিনগত রাত ৯টার দিকে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় এস আলম পরিবহণের একটি বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহীর মৃতু্য ঘটে। এছাড়া একই সময়ে চট্টগ্রামের আনোয়ারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ একই পরিবারের ৪ সদস্যকে আনা হয়।

বাঁশখালী থানার এসআই রাকিবুল ইসলাম জানান, নিহত চালক আবদুর রহিমের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে। অপর নিহত দুই যাত্রীর বাড়ি কক্সবাজারের পেকুয়ায়। তারা সম্পর্কে মা মেয়ে। তবে তাদের নাম পাওয়া যায়নি।

এছাড়া রোববার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় এস আলম পরিবহণের একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের দুই আরোহীর মৃতু্য ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রামের বোয়ালখালীর ১০নং আহলস্না করলডেঙ্গা ইউনিয়নের মৃত মোহাম্মদ সৈয়দের ছেলে আবু বক্কর (৪৮) এবং চন্দনাইশের বরকল ইউনিয়নের কানাইমাদারী গ্রামের ওসমান গণির ছেলে মফিজ উদ্দিন (৩৭)।

নিহত আবু বকরের ছোট ভাই ওসমান গণি বলেন, বোয়ালখালী গ্রামের বাড়িতে শবে কদরের নামাজের জামাতের জন্য শহর থেকে খতিব মফিজ উদ্দিনকে নিয়ে যাচ্ছিলেন আমার বড় ভাই। পথিমধ্যে এস আলমের একটি গাড়ির নিচে চাপা পড়ে তাদের মৃতু্য ঘটে।

এছাড়া রোববার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের ইসহাক সওদাগরের বাড়িতে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- আবদুর রহমান (৭০), আরব আলী (৫০), তানজিনা আক্তার (২৫) ও মো. ফরহাদ (২২)।

দগ্ধদের নিয়ে চট্টগ্রাম মেডিকেলে আসা আরব আলীর চাচাতো ভাই এয়ার আহমেদ জানান, নতুন কিনে আনা গ্যাস সিলিন্ডারের পস্নাস্টিকের ক্যাপ খুলতে পেরে তা আগুন দিয়ে গলানোর চেষ্টা করার এ সময় সিলিন্ডারটি বিস্ফোরণ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে