সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১১ মে ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
ঈদের দিনসহ ৬ দিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ম যাযাদি ডেস্ক জাতীয় গ্যাস গ্রিডের সক্ষমতা বৃদ্ধি ও জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য সোমবার সকাল ৬টা থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত এবং ঈদুল ফিতরের দিন ও পরের দিন বিবিয়ানা ও বাঙ্গুরা গ্যাসক্ষেত্র আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে এই সময় এলেঙ্গা, টাঙ্গাইল, নরসিংদী, জয়দেবপুর, ধনুয়া, আমিনবাজার, আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, মাধবদী, ভূলতা, আড়াইহাজার, তারাবো এবং এর আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। স্থগিত নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আজ ম যাযাদি রিপোর্ট করোনার কারণে স্থগিত হওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন, জাতীয় সংসদের উপ-নির্বাচন ও স্থানীয় সরকারের কিছু নির্বাচনের ব্যাপারে আজ সিদ্ধান্ত হতে পারে। এদিন বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা, চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকতে পারেন। ইসির যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান আরজু বলেন, এর আগে অনলাইন সভা হয়েছে। এবার সশরীরে স্বল্প পরিসরে ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠকে বসা হবে। আর সভার জন্য কোনো বিষয় নির্ধারণ করা হয়নি। সভায় কমিশনের কার্যক্রমের হালনাগাদ তথ্য জানানো হতে পারে।