বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা

প্রকাশ | ১১ মে ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (প্রাক্তন আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ৮ম বারের মতো বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান 'গরবিনী মা-২০২১' আয়োজন করে। গত রোববার ইউনিভার্সেল মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে আয়েজিত অনুষ্ঠানে ১০ জন গরবিনী মায়ের নাম ঘোষণা করা হয়। হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর মায়ের অসুস্থতায় এবং রোগমুক্তি কামনায় তারা ২০১৪ সাল থেকে এই নান্দনিক অনুষ্ঠানটি আয়োজন করে আসছে। শুরুতে ৫ জন গরবিনী মাকে এই সম্মাননা প্রদান করা হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন প্রয়াত দেশবরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সমাজের প্রতিষ্ঠিত ১০ জন সুনাগরিকের গরবিনী মা ২০২১-এর নাম ঘোষণা করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। তাঁরা হলেন- আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহার মা লতিকা সাহা, র?্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি ইমতিয়াজ আহমেদের মা মনোয়ারা তৈয়ব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব (পুলিশ-১) ধনঞ্জয় কুমার দাসের মা কাজল রানী দাস, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. লুৎফর রাহমানের মা বেগম লুৎফুন্নেসা, সাবেক জাতীয় দলের ক্রিকেটার ও আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার আতাহার আলী খানের মা সেলিমা সালামত খান, সাংবাদিক, নাট্যকার, নির্মাতা ও ঔপন্যাসিক রেজানুর রহমানের মা মিসেস রহিমা নুর, স্বনামধন্য সুরকার, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের মা রোখসানা ওয়াহিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল, অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসানের মা রেহানা মাসউদ, চলচ্চিত্র অভিনেতা ও মডেল সিয়াম আহমেদের মা মাহমুদা বেগম এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনে স্কলারশিপে অনার্সে অধ্যয়নরত অদম্য মেধাবী প্রিয়াঙ্কা গোয়ালার মা রিতা গোয়ালা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক হিরন্ময় পাল শৌর্য্য, সহকারী পরিচালক ডা. কাজী রফিকুল ইসলাম, সিএমও ডা. রিয়াদ নাসের চৌধুরী, এজিএম একেএম সাহেদ হোসেন, ফ্যাক্টর থ্রি সল্যুশন্‌সের সিইও মো. সাহেদ হোসেন প্রমুখ। এই আয়োজনের ইভেন্ট পার্টনার ছিল ফ্যাক্টর থ্রি সল্যুশন্‌স। বিজ্ঞপ্তি