বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
হাঁস-মুরগি, পোল্ট্রি পরিবহণ মালিক সমিতির আলোচনা সভা

সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান

নতুনধারা
  ১১ মে ২০২১, ০০:০০

হাঁস-মুরগি, পোল্ট্রি পরিবহণ মালিক সমিতির উদ্যোগে রোববার বিকেলে কাপ্তান বাজার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

হাঁস-মুরগি, পোল্ট্রি পরিবহণ মালিক সমিতির সভাপতি ইয়াসির ইলিয়াস রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আহমেদ ইমতিয়াজ মান্নাফী গৌরব, বিশেষ অতিথি ছিলেন ওয়ারী জোনের পুলিশ পরিদর্শক (পেট্রোল) নুরুল ইসলাম মলিস্নক, বিশিষ্ট সমাজসেবক বশির করিম লিংকন, সংগঠনের সাধারণ সম্পাদক কাজী বোরহান প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মান্নাফী গৌরব বলেন, এই মহামারি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশে দাঁড়িয়ে হাঁস-মুরগি, পোল্ট্রি পরিবহণ মালিক সমিতি দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি সমিতির নেতাদের তাদের মহতি কাজের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আগামীতেও একইভাবে পরিবহণ মালিক সমিতি সাধারণ শ্রমিকদের পাশে থাকলে সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।

সভায় হাঁস-মুরগি, পোল্ট্রি পরিবহণ মালিক সমিতির সভাপতি ইয়াসির ইলিয়াস রাসেল বলেন, 'দেশের বড় বড় মালিক সমিতিসমূহ এই মহামারিতে শ্রমিকদের পাশে না থাকলেও আমরা সামাজিক ও নৈতিক দায়িত্বের জায়গা থেকে দুর্ঘটনায় আহত শ্রমিকদের পাশে সর্বাত্মকভাবে আছি এবং থাকব।'

সংগঠনের সাধারণ সম্পাদক কাজী বোরহান তার বক্তব্যে বলেন, এই মহামারিতেও ঢাকার মানুষের আমিষের চাহিদা যোগান দিতে মালিক ও শ্রমিকরা ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। এই সেক্টরের উন্নয়নে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বিজ্ঞপ্তি

প্রাণের ব্যাচ ৯৩-এর উদ্যোগে

বিশেষ বৃত্তি ও শিক্ষা সহায়তা

সমগ্র বাংলাদেশের ১৯৯৩ এসএসসি ব্যাচের ছাত্রছাত্রীদের সমন্বয়ে গড়া সামাজিক পস্ন্যাটফর্ম 'প্রাণের ব্যাচ ৯৩'-এর উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল এবং মেধাবী সন্তানদের জন্য বিশেষ বৃত্তি ও শিক্ষা সহায়তা কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে ২৫০ জনকে বাছাই করে চলতি বছরের মে থেকে বৃত্তি প্রদান শুরু হয়েছে এবং আগস্টের মধ্যে আরও ২৫০ জনসহ সর্বমোট ৫০০ জনকে এই বিশেষ শিক্ষা বৃত্তি প্রদান করা হবে। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে