মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিদেশি বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারের অনুমতি সাংঘর্ষিক : এপিইউবি

যাযাদি রিপোর্ট
  ১২ মে ২০২১, ০০:০০

দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার স্থাপনের অনুমতি দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। এটিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে।

মঙ্গলবার বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকদের সংগঠন এপিইউবি'র চেয়ারম্যান শেখ কবির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উক্ত মত জানিয়ে বলেছেন, সম্প্রতি দেশে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান মোনাস কলেজের (অস্ট্রেলিয়া) শাখা স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, এটি উদ্বেগের।

এপিইউবি'র চেয়ারম্যান শেখ কবির হোসেন বিজ্ঞপ্তির মাধ্যমে আরও বলেন, গত ২৫ ফেব্রম্নয়ারি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস/ স্টাডি সেন্টার পরিচালনার আকস্মিক অনুমোদন দেওয়া হয়। যা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর সঙ্গে সাংঘর্ষিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে