শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ শূন্য

যাযাদি রিপোর্ট
  ১৯ মে ২০২১, ০০:০০

দেশের ৪৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছয়টিতে বর্তমানে উপাচার্য পদ শূন্য রয়েছে। আগামী এক মাসের মধ্যে আরও তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এদিকে আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনোয়ার হোসেনের মেয়াদ শেষ হচ্ছে।

মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে জানা গেছে, যে ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ শূন্য রয়েছে, সেগুলো হচ্ছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া আগামী কিছুদিনের মধ্যে আরও তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ শূন্য হচ্ছে। এগুলো হচ্ছে- আগামী ১০ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ১৩ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে