গাঁজা পাতার 'ব্রাউনি' কেক : তিন শিক্ষার্থী রিমান্ডে

প্রকাশ | ১১ জুন ২০২১, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
দেশে প্রথমবারের মতো গাঁজা পাতার নির্যাস থেকে 'ব্রাউনি' নামে বিশেষ ধরনের কেক তৈরির অভিযোগে গ্রেপ্তার হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার তাদের তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে মামলার তদন্ত কর্মকর্তা আবেদন করেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন এবং রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. শাহিনুর রহমান আসামিদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া শিক্ষার্থীরা হলেন- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্সের কাফিল ওয়ারা রাফিদ, ধানমন্ডির অ্যাডভান্সড প্রফেশনালসের কাজী রিসালাত হোসেন ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের সাইফুল ইসলাম সাইফ। এর আগে বুধবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে প্রায় দেড় কেজি গাঁজার কেক জব্দ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।