দিনাজপুর কারাগারে প্রথম ফাঁসি

প্রকাশ | ১১ জুন ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
স্ত্রী হত্যার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে দিনাজপুর জেলা কারাগারে এক ব্যক্তির মৃতু্যদন্ডের রায় কার্যকর করা হয়েছে। বুধবার রাত ১২টা ১ মিনিটে আব্দুল হক নামের ওই ব্যক্তির সাজা কার্যকর করা হয়। সাজাপ্রাপ্ত আব্দুল হক রংপুরের মিঠাপুকুর উপজেলার ভক্তিপুর চৌধুরীপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দিনাজপুর কারাগারে এটিই প্রথম ফাঁসি কার্যকরের ঘটনা বলে জানা গেছে। এ ফাঁসির জন্য জলস্নাদ হিসেবে ছিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী অহিদুল ইসলাম। জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, রায় কার্যকর করার সময় দিনাজপুরের ডিসি খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার আনোয়ার হোসেন, সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ এবং রংপুরের ডিআইজি (প্রিজনস) উপস্থিত ছিলেন। জানা গেছে, ২০০২ সালের ফেব্রম্নয়ারিতে স্ত্রী বেলি বেগমকে হত্যার দায়ে ২০০৭ সালের ৩ মে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনাল আব্দুল হককে ফাঁসিতে ঝুলিয়ে মৃতু্যদন্ড কার্যকর করার রায় দেয়। উচ্চ আদালত সাজা বহাল রাখলে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন আবদুল হক। সেই আবেদন নামঞ্জুর হলে কারা কর্তৃপক্ষ ফাঁসি কার্যকরের উদ্যোগ নেয়।