ভার্চুয়াল আদালতে আরও ১ হাজার ১৪১ হাজতির জামিন

প্রকাশ | ১১ জুন ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
করোনা পরিস্থিতিতে সারাদেশের অধস্তন আদালত ও ট্রাইবু্যনালে একদিনে (৯ জুন) ২ হাজার ৪৯০টি আবেদনের ভার্চুয়াল শুনানি ও নিষ্পত্তি হয়েছে। এতে ১ হাজার ১৪১ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় শুরু হওয়া এ পদ্ধতিতে ৩৯ কার্যদিবসে এক লাখ ২০ হাজার ১৮১টি মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন ৬১ হাজার ৬৩০ হাজতি। জামিনপ্রাপ্তদের মধ্যে ৯৯৪ শিশুও রয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন। প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে। এরপর থেকেই ভার্চুয়াল পদ্ধতিতে অধস্তন আদালতে জামিনের শুনানি হয়ে আসছে।