ঢামেকের্ যাবের হাতে গ্রেপ্তার ২৪ দালালের এক মাস করে সাজা

প্রকাশ | ১১ জুন ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্(যাব) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৪ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেককে এক মাস করে কারাদন্ড দিয়েছেন অভিযান পরিচালনাকারীর্ যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রায় তিন ঘণ্টার এ অভিযানে ম্যাজিস্ট্রেট,র্ যাব ও হাসপাতালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, 'সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এই দালালরা ঢামেক হাসপাতালে আসা নিরীহ রোগীদের সরকারি হাসপাতালের চেয়েও কম খরচে পরীক্ষা-নিরীক্ষা ও খ্যাতনামা অধ্যাপকদের দিয়ে দ্রম্নত অস্ত্রোপচারের সুব্যবস্থা করে দেওয়ার কথা বলে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত। হাতেনাতে গ্রেপ্তারের পর তারা সবাই অভিযোগ স্বীকার করেছেন।'