সাতক্ষীরায় সংক্রমণ বাড়ছে

প্রকাশ | ১২ জুন ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
সাতক্ষীরায় এক দফা লকডাউনের পর মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হলেও করোনার সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা জেলায় সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক ৬০ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় এ হার ছিল ৫০ দশমিক ৫২ শতাংশ। এ সময়ে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় করোনায় মারা গেছেন সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ি গ্রামের মাসুদা খাতুন (৫০)। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন সাতক্ষীরা সদর উপজেলার আনারুল ইসলাম (৬৫), মাগুরা গ্রামের হালিমা খাতুন (৬৪) ও শ্যামনগর উপজেলার গৌরীপুর গ্রামের বিধান চন্দ্র মন্ডল (৩৭)। সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন কালীগঞ্জ উপজেলার চাচড়া গ্রামের ময়না মন্ডল (৬৫)। সাতক্ষীরা শহরের পোস্ট অফিস, পাকপোল, মুক্তিযোদ্ধা মোড়, নিউমার্কেট মোড়, তুফান মোড়, কেস্ট ময়রার মোড়, পুরতান সাতক্ষীরা, পিএন স্কুল মোড়, আমতলা, নারকেলতলা, চৌরঙ্গী, এসপি বাংলো, খুলনা রোডের মোড়, সার্কিট হাউস মোড়, কদমতলা মোড়, মেডিকেল কলেজ মোড়সহ বিভিন্ন স্থানে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২১১ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৫২ দশমিক ৬০ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জন শনাক্ত হন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, সাতক্ষীরা জেলায় এ পর্যন্ত ১০ হাজার ২৮৫টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ২৫৬ জনের। শুক্রবার সাতক্ষীরা জেলায় করোনা রোগীর সংখ্য ৬৪৭। এর মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭ জন ও সাতক্ষীরা সদর হাসপাতালে ২২ জন ভর্তি রয়েছেন। অন্যরা চিকিৎসা নিচ্ছেন বাড়িতে। গতকাল জেলায় করোনা সংক্রমণের রোগী ছিলেন ৫৭৪ জন। সাতক্ষীরায় করোনার সংক্রমণ না কমায় ৫ জুন থেকে চলা এক সপ্তাহের লকডাউন বাড়িয়ে ১৭ জুন পর্যন্ত করা হয়েছে।