বিআইডবিস্নউটিএ'র জন্য ১০টি টাগ বোটের কিল লেয়িং অনুষ্ঠিত

প্রকাশ | ১৩ জুন ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বিআইডবিস্নউটিএ'র জন্য ১০টি ১২ টন বোলার্ড পুল টাগ বোটের কিল লেয়িং অনুষ্ঠিত হয়েছে। শনিবার নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে আয়োজিত কিল লেয়িং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নৌ- পরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। নির্মাণাধীন সব টাগ বোটের প্রতিটির দৈর্ঘ্য ২৮ মিটার, প্রস্থ ৮.৫ মিটার এবং প্রতিঘণ্টায় ১১ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। টাগ বোটসমূহ নির্মাণের লক্ষ্যে গত ২৩ মে বিআইডবিস্নউটিএ ও নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। আন্তর্জাতিক মানসম্পন্ন টাগ বোট নির্মাণ দেশের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের জন্য একটি উলেস্নখযোগ্য দিন। ফলে একদিকে যেমন দেশীয় শিল্প প্রতিষ্ঠানের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পাবে, অন্যদিকে জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে। আইএসপিআর