বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সশরীরে পরীক্ষা দিলেন কুবি শিক্ষার্থীরা

ম যাযাদি রিপোর্ট
  ১৪ জুন ২০২১, ০০:০০

কুমিলস্না বিশ্ববিদ্যালয়ের (কুবি) আটটি বিভাগের বিভিন্ন সেমিস্টারের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে রোববার। একই দিন সকাল ও বিকালে দুই পালায় ১২টি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। সশরীরে স্বাস্থ্যবিধি মেনে প্রায় ৬০০ শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন। তবে ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থীর করোনার উপসর্গ থাকায় এই বিভাগের পরীক্ষা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমরান কবির চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা হয়েছে। পরীক্ষার হলেও স্বাস্থ্যবিধি মানা হয়েছে। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুলস্নাহ আল মামুন বিশ্ববিদ্যালয় সংবাদদাতাদের বলেন, সর্বোচ্চ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নিয়েছে। প্রতিটি অনুষদের সামনে পৃথকভাবে হাত ধোয়ার ব্যবস্থা ও পরীক্ষার হলে হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে