শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হামদর্দের ইউনানী মেডিকেল কলেজের সাফল্য

নতুনধারা
  ১৬ জুন ২০২১, ০০:০০

বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্‌ অব মেডিসিনের অধীনস্থ ইউনানী ও আয়ুর্বেদিক ডিপেস্নামা কলেজসমূহের ডিপেস্নামা ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি এবং ডিপেস্নামা ইন ইউনানী মেডিসিন অ্যান্ড সার্জারি কোর্সের 'কোয়ালিফাইং পরীক্ষা- ২০২০'-এর ফলাফল প্রকাশিত হয়েছে। ডিইউএমএস কোর্সের চূড়ান্ত বর্ষে হামদর্দ পরিচালিত প্রতিষ্ঠান হাকীম সাঈদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও ইউনানী হাসপাতাল, ঢাকা-এর নুসরাত ইসলাম, তিবিবয়া হাবিবিয়া কলেজ, ঢাকা-এর মুহাম্মদ ফয়সাল বিন ফারুকী এবং মাজমপাড়া ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, পাগলা, গফরগাঁও, ময়মনসিংহ-এর আফসানা নিরা যুগ্মভাবে দ্বিতীয় এবং হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়ার মো. আবু হোসেন তৃতীয় স্থান অধিকার করেছেন। গত ২১ মার্চ ২০২১ থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ডিএএমএস কোর্সে পাসের হার শতকরা ৯১.৮৩। ডিইউএমএস কোর্সে পাসের হার শতকরা ৮৩.৯৬। ফলাফল জানতে ক্লিক করুন এই লিংকে িি.িননঁধংস.মড়া.নফ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে