মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে কঠোর লকডাউন আসছে!

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ১৯ জুন ২০২১, ০০:০০

টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৩৫টি নমুনা পরীক্ষায় ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের শতকরা হার ৪৩ দশমিক ২৮ শতাংশ। করোনার ক্রমবর্ধমান শনাক্ত বৃদ্ধি ও মৃতু্যতে জেলার অধিকতর সংক্রমিত এলাকাগুলোতে কঠোর বিধিনিষেধ আরোপ করার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন।

আগামীকাল জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় জেলার করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে এলাকাভিত্তিক কঠোর লকডাউন বা কঠোর বিধিনিষেধ দেওয়ার সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

টাঙ্গাইল সিভিল সার্জন জানান, ভ্রাম্যমাণ ৪

আদালত পরিচালনা ও মাইকিং করেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। বিধিনিষেধ চলমান থাকলেও জেলার হাটবাজার, শপিংমল ও গণপরিবহণগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। গণসচেতনতায় নানা পদক্ষেপ নেওয়া হলেও সাধারণ মানুষের মধ্যে তার প্রতিফলন লক্ষ করা যাচ্ছে না, মানুষ করোনাভাইরাসকে ভয় পাচ্ছে না। ফলে সংক্রমণের হার ক্রমাগত বাড়ছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৩৫টি নমুনা পরীক্ষায় ১৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৮২ জন, কালিহাতীতে ৩৪ জন, মির্জাপুরে ৯ জন, দেলদুয়ারে চারজন, ধনবাড়িতে ১৪ জন ও ভূঞাপুরে দুইজন রয়েছেন। এ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল মোট পাঁচ হাজার ৯৭০ জন। এ পর্যন্ত মৃতু্যবরণ করেছেন ৯৭ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন চার হাজার ৩৮৬ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৪৪৮ জন। কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৬৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে