এমপির বাড়িতে হামলা

বিএনপির ৫ নেতাকমীর্র ১০ বছর জেল

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

রাজশাহী অফিস
দশম জাতীয় সংসদ নিবার্চনের সময় চঁাপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানীর বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৫ নেতাকমীের্ক ১০ বছর করে সশ্রম কারাদÐ দিয়েছে রাজশাহীর দ্রæত বিচার ট্রাইব্যুনাল। মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে রাজশাহীর দ্রæত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল হক বাবু। তিনি জানান, সশ্রম কারাদন্ড ছাড়াও প্রত্যেককে জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড। সেই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১৪ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। রায় ঘোষণার সময় মামলার আসামীরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান তিনি। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- চঁাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটের বিএনপি নেতা সেতাউর রহমান, শরীফুল ইসলাম, রবিউল ইসলাম ওরফে টুটুল ও ছাত্রদল নেতা মৃণাল হোসেন এবং ইয়াসির আরাফত।