রাষ্ট্রপতির কাছে ইসলামী আন্দোলনের ১০ দফা দাবি পেশ

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
গ্রহণযোগ্য নিবার্চনসহ বিভিন্ন দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মানববন্ধন কমর্সূচিতে বক্তৃতা করেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম Ñযাযাদি
সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নিবার্চন অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ১০ দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরায় হাউজ বিল্ডিংয়ের সামনে সমাবেশ শেষে দলটির মহাসচিব ইউনুছ আহমদের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির দফতরে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে থাকা ১০ দফা দাবির মধ্যে রয়েছে, তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদ ভেঙে দেয়া, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে নিবার্চনকালীন নিরপেক্ষ সরকার গঠন, বিতকির্ত নিবার্চন কমিশন বাতিল করে নতুন নিবার্চন কমিশন গঠন, তফসিল ঘোষণার পর থেকে নিবাির্চত সরকার ক্ষমতা নেয়ার আগ পযর্ন্ত সশস্ত্রবাহিনী মোতায়েন এবং নিবার্চনের দিন সশস্ত্রবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দেওয়া, নিবার্চনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, গণমাধ্যমে সবাইকে সমান সুযোগ দেয়া, রাজনৈতিক দলের নেতাকমীের্দর বিরুদ্ধে হয়রানি বন্ধ করা, দুনীির্তবাজদের নিবার্চনে অযোগ্য ঘোষণা করা এবং নিবার্চনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, মাওলানা ইমতিয়াজ আলম, প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।