সুষ্ঠু নিবার্চনের জন্য যা যা দরকার, করব: সিইসি

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি কেএম নুরুল হুদা Ñযাযাদি
সাংবিধানিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ একাদশ জাতীয় সংসদ নিবার্চন করার জন্য যা যা করা দরকার, তা করবেন বলে মন্তব্য করেছেন প্রধান নিবার্চন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। মঙ্গলবার বেলা ১১টায় নিবার্চন ভবনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। একাদশ জাতীয় সংসদ নিবার্চনের প্রস্তুতি উপলক্ষে আঞ্চলিক নিবার্চন কমর্কতার্ ও জ্যেষ্ঠ জেলা নিবার্চন কমর্কতার্/জেলা নিবার্চন কমর্কতাের্দর সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করে ইসি। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে নুরুল হুদা বলেন, ‘সাংবিধানিক পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নিবার্চন অনুষ্ঠানের জন্য যা যা করা প্রয়োজন, তা আমরা করব।’ নিবার্চন পরিচালনার ক্ষেত্রে যেসব সমস্যা আছে, তা এ আলোচনা সভায় আলোচনার পরামশর্ দেন সিইসি। তিনি বলেন, ‘জাতীয় নিবার্চনের সময় পুরো জাতি একটি আবহ তৈরি করেন। কারণ এ নিবার্চনের মাধ্যমে সরকার পরিবতর্ন হয়। ভোটারদের নিরাপত্তা, প্রাথীের্দর আচরণবিধি মেনে চলা, সুশীল সমাজের পরামশর্ গ্রহণ করা, অন্য অংশীজনদের পরামশর্ গ্রহণ করা এবং কমর্কতাের্দর বুদ্ধি-বিবেচনা কাজে লাগিয়ে প্রত্যাশিত নিবার্চনটি তারা জাতিকে উপহার দেবেন।’ এ সময় নিবার্চন কমিশনার মাহবুব তালুকদারের কমিশন সভা বজর্ন নিয়ে কোনো মন্তব্য করতে চান না প্রধান নিবার্চন কমিশনার কেএম নুরুল হুদা। তবে নিজেদের মধ্যে মতানৈক্যের বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন, এতে নিবার্চন কমিশনের কাজে কোনো প্রভাব পড়বে না, নিবার্চন করাও কঠিন হবে না। ?একজন নিবার্চন কমিশনারের সভা বজর্ন ও মতানৈক্যে একাদশ সংসদ নিবার্চনে কোনো প্রভাব পড়বে কিনা বা কাজ করা কঠিন হবে কিনা- জানতে চাইলে সিইসি বলেন, ‘না, কঠিন হবে না।’ সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে নিবার্চনের প্রস্তুতি নিয়ে ইসির মাঠপযাের্য়র কমর্কতাের্দর সঙ্গে বৈঠক করে নিবার্চন কমিশন। এ বিষয়ে সিইসি বলেন, ভোটার তালিকা, ভোটকেন্দ্রসহ তিন-চারটি বিষয়ে তারা কমর্কতাের্দর কাছে জানতে চেয়েছেন। কমর্কতার্রা জানিয়েছেন, সাবির্কভাবে পরিস্থিতি সন্তোষজনক। কোথায়, কীভাবে নিবার্চনসামগ্রী নেয়া হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। মাঠপযাের্য়র কমর্কতার্রা বলেছেন, স্থানীয় পুলিশ ও প্রশাসনের সহযোগিতা তারা পাচ্ছেন।