মইনুল হোসেনের ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে ১০১ নারীর বিবৃতি

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ করে ব্যারিস্টার মঈনুল হোসেনের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দেশের ১০১ জন বিশিষ্ট নারী। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছেন, ব্যারিস্টার মঈনুল হোসেনকে এজন্য ক্ষমা চেয়ে ওই বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। বিবৃতিতে বলা হয়, ওই রাতে একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর জানাের্ল রাজনৈতিক সংবাদের বিশ্লেষণে অতিথি ছিলেন দৈনিক আমাদের সময়ের নিবার্হী সম্পাদক মাসুদা ভাট্টি ও সাখাওয়াত হোসেন সায়ন্ত। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন একাত্তরের মিথিলা ফারজানা। আলোচনায় স্টুডিওর বাইরে থেকে যুক্ত হোন ব্যারিস্টার মইনুল হোসেন। আলোচনার ফঁাকে, মাসুদা ভাট্টির প্রশ্ন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা চলছে যে, ব্যারিস্টার মইনুল হোসেন ঐক্যফ্রন্টে জামায়াতের প্রতিনিধিত্ব করছেন। এর জবাবে ব্যারিস্টার মইনুল বলেন, ‘ আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই।’ বিবৃতিতে বলা হয়, ‘আমরা মনে করি, তার এই বক্তব্য নারীর জন্য অবমাননাকর, আপত্তিকর, চরম অসহনশীলতার পরিচায়ক। ব্যারিস্টার মইনুল হোসেনের মতো যারা রাজনৈতিক সহনশীলতার কথা বলেন, তাদের কাছ থেকে এধরনের শব্দচয়ন উদ্বেগজনক বলে আমরা মনে করি।’ বিবৃতিতে তারা মাসুদা ভাট্টি তথা নারীর জন্য মানহানিকর এই বক্তব্য প্রত্যাহার করে ব্যারিস্টার মইনুল হোসেনকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহŸান জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন সুলতানা কামাল, খুশী কবির, ফরিদা ইয়াসমিন, মুন্নী সাহা, শাহনাজ মুন্নীসহ শতাধিক নারী সাংবাদিক এবং নারী আন্দোলনকমীর্।