২১ লাখ চারা রোপণ করেছে জাগরণী চক্র ফাউন্ডেশন

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

যশোর প্রতিনিধি
সারাদেশে এ মৌসুমে ২১ লক্ষাধিক গাছের চারা রোপণ করেছে জাগরণী চক্র ফাউন্ডেশন। ‘মুক্তিযুদ্ধে ৩০ লাশ শহিদের স্মরণে ৩০ লাখ গাছের চারা রোপণের সরকারি ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে এই বেসরকারি উন্নয়ন সংস্থাটি এই গাছের চারা রোপন করেন। এ উপলক্ষে বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে সংস্থার নিবার্হী পরিচালক মো. আজাদুল কবির আরজু জানান, ‘বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ৩০ লাখ শহিদের আত্মদানÑ এ বিষয়গুলোর সাথে জড়িয়ে আছে আমাদের আবেগ, ভালোবাসা আর অহংকার। এই শহিদদের স্মরণে প্রধানমন্ত্রীর ঘোষণাÑ ‘ত্রিশ লক্ষ শহিদের স্মরণে সারা দেশে ৩০ লক্ষ বৃক্ষরোপণ’Ñ আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করে। তিনি জানান, দেশের ৩৯টি জেলায় প্রায় ১২ লাখ অতিদরিদ্র ও দরিদ্র মানুষের সাথে কাজ করছে জাগরণী চক্র ফাউন্ডেশন। সংস্থার প্রতিটি সদস্যের বাড়িতে কমপক্ষে একটি বৃক্ষ রোপণ ও তার যথাযথ পরিচযার্র বিষয়টি নিশ্চিত করে এ মৌসুমে (আগস্ট-সেপ্টেম্বর ২০১৮) আমরা ৩৪টি জেলায় ২১ লাখ ৩ হাজার ৩৮২টি গাছের চারা রোপণ করেছি। গাছ লাগানোর ক্ষেত্রে আম, জাম, কঁাঠাল, লিচু ও নারিকেল গাছসহ ফলজ বৃক্ষ রোপণে সদস্যদের আমরা উৎসাহিত করেছি। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের উপনিবার্হী পরিচালক অদিতি আরজু, পরিচালক (কমর্সূচি) কাজী মাজেদ নওয়াজ ও পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. আজিজুল হক।