বাঘায় জমে উঠেছে আখের ব্যবসা!

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

বাঘা (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর বাঘায় রমরমা আখ ও আখের রসের ব্যবসা। প্রতিদিন উপজেলার বিভিন্ন বাজরে বিক্রি হচ্ছে আখ এবং শ্যালো মেশিনে মাড়াই করে বের করা আখের রস। কেউ কেউ সরাসরি আখ বিক্রিতে ব্যস্ত, আবার কেউ আখ মাড়াই করে বিক্রি করছে রস। শিশু থেকে বৃদ্ধ প্রায় সবাই কিনছে আখ ও আখের রস। সরেজমিনে পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর বাজারে গিয়ে দেখা যায়, শাহাদত হোসেন নামের এক স্কুলছাত্র একেকটি আখ ৪০-৫০ টাকায় বিক্রি করছে। সে দাদপুর গ্রামের আব্দুস সালাম মিস্ত্রির ছেলে ও চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। সে বাঘা সদর বাজারসহ চরাঞ্চলের চকরাজাপুর, দাদপুর, পলাশী ফতেপুর বাজারে গিয়ে এই আখ বিক্রি করে। শাহাদত জানান, গত মৌসুমে ৩ হাজার টাকার আখ ক্রয় করে তার বাবার নিজস্ব ৫ কাঠা জমিতে লাগিয়েছিল। তাতে আশানুরূপ ফলনও পেয়েছে। তার নিজের জমির এই আখ কেটে বাজারে বাজারে গিয়ে আকার অনুযায়ী ৪০-৫০ টাকা করে প্রতিটি আখ বিক্রি করছে। বাঘা নতুন বাসস্ট্যান্ড এলাকায় সেলিম নামের এক আখের রস বিক্রেতা জানান, সে পেশায় একজন ভ্যানচালক ছিলেন। এই উপজেলায় অটোরিকশা ও ইঞ্জিনচালিত অনেক ভ্যান হওয়ায় ভালো ভাড়া হতো না। অবশেষে সে এই আখের রস বিক্রির সিদ্ধান্ত নেয়।