চরভদ্রাসনে ৯ জেলের কারাদÐ

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ফরিদপুরের চরভদ্রাসনে ৯ জেলেকে আটকের পর কারাদÐ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে এক জেলেকে ২ দিনের ও আট জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়। মঙ্গলবার বিকেল ৪টা হতে রাত ৮টা পযর্ন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটককৃতদের কাছ থেকে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। আটককৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুজ্জামান। এ সময় উপজেলা মৎস্য কমর্কতার্ মালিক তানভির হোসেন এবং চরভদ্রাসন থানার পুলিশ ও জেলা আনসার সদস্যরা তার সঙ্গে ছিলেন। আটককৃত জেলেরা হলেনÑ শেখ কামাল (৩২), আনসার শরীফ (২৫), বিপ্লব শরিফ (২৮), মোহন মিয়া (৪৫), ইউসুফ সদার্র (২৫), মো. আনোয়ার (৩০), মিলন ফকির (২০), আজগর মন্ডল (২৫), নবীন ফকির (২৫)।