নিবার্চনী জোট নিয়ে মন্তব্য করবে না ভারত

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হষর্ বধর্ন শ্রিংলা Ñযাযাদি
বাংলাদেশের নিবার্চনী জোট নিয়ে ভারত কোনো ধরনের মন্তব্য করবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হষর্ বধর্ন শ্রিংলা। বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নিবার্চন দেখতে চায় তারা। বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূণর্ সম্পকর্ ও প্রতিবেশী দেশের গণতন্ত্রের প্রতি আস্থাশীল আমরা। সে কারণেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নিবার্চন দেখতে চাই। বাংলাদেশের ঐক্য প্রক্রিয়া ও নিবার্চনী জোট নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা গণতন্ত্র বিকাশ চাই। গণতন্ত্র নিয়ে কথাও বলতে পারি। তবে বাংলাদেশের নিবার্চনী জোট নিয়ে আমরা মন্তব্য করতে চাই না।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের নিবার্চন ঘিরে কোনো ধরনের সহিংসতার প্রত্যাশা করে না ভারত।