নতুন জোটের ভাবনা বিকল্প ধারা ন্যাপ এনডিপির

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বৃহস্পতিবার বিকালে বিকল্প ধারা চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় তার সঙ্গে বৈঠক করেন ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি Ñযাযাদি
নতুন জোট গঠনের চিন্তা-ভাবনা করছে বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ ন্যাপ ও ন্যাশনাল ডোক্রেটিক পাটির্ এনডিপি। বৃহস্পতিবার বিকালে বিকল্প ধারার চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় তিন দলের নেতাদের বৈঠক হয়। বিকাল সোয়া চারটায় শুরু হওয়া বৈঠক চলে সোয়া ৫টা পযর্ন্ত। বৈঠক শেষে তিন দলের নেতারা গণমাধ্যমকে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে কথা বলেন ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোত্তর্জা ও বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। তারা বলেন, ‘আমরা জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার চিন্তা করছি। এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি। আগামী রোববার আমরা বৈঠক করব।’ তিন দলের এ নেতাদের বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোত্তর্জা, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপ প্রেসিডিয়াম সদস্য মনির এনায়েত মল্লিক, ব্যারিস্টার মশিউর রহমান গানি, ভাইস চেয়ারম্যান বাবু স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী, ঢাকা মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ।