মইনুলকে বয়কটের আহŸান প্রতিমন্ত্রী চুমকির

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে এক নারী সাংবাদিককে নিয়ে কটূক্তির জন্য ব্যারিস্টার মইনুল হোসেনকে ‘বয়কট’ করতে নারীদের প্রতি আহবান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বৃহস্পতিবার শিশু একাডেমি মিলনায়তনে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কমর্পরিকল্পনার খসড়া নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ আহবান জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। চুমকি বলেন, ‘সাংবাদিক মাসুদা ভাট্টির প্রতি ব্যারিস্টার মইনুল হোসেনের আচরণ অত্যন্ত অশোভন, কুরুচিপূণর্ এবং নারী সমাজের প্রতি অসম্মানজনক।’ মঙ্গলবার মধ্যরাতে একাত্তর টেলিভিশনের টক শোতে আমাদের অথর্নীতির জ্যেষ্ঠ সহকারী সম্পাদক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে রয়েছেন জরুরি অবস্থার সময় সেনা নিয়ন্ত্রিত তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। ওই অনুষ্ঠানে মাসুদা ভাট্টি মইনুলকে প্রশ্ন করেছিলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে, আপনি জাতীয় ঐক্যফ্রন্টে জামায়াতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকেন। আসলেই আপনি জামায়াতের প্রতিনিধি হিসেবে ওখানে উপস্থিত থাকেন কি না?’ তখন তাকে থামিয়ে দিয়ে মইনুল বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। আমার সঙ্গে জামায়াতের কোনো কানেকশন নেই। আপনার এ প্রশ্ন আমার জন্য অত্যন্ত বিব্রতকর। অন্য প্রশ্ন করেন।’ এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মইনুল হোসেনকে গণমাধ্যমে সকল নারীর কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান প্রতিমন্ত্রী চুমকি। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সঞ্চালনায় ৪৪টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা এ সভায় অংশ নেন। ব্যারিস্টার মইনুলের ব্যাখ্যা এদিকে সমালোচনার প্রেক্ষাপটে ইংরেজি দৈনিক নিউ নেশনের প্যাডে একটি লিখিত ব্যাখ্যা বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠিয়েছেন পত্রিকাটির সম্পাদকমÐলীর সভাপতি মইনুল হোসেন। তিনি লিখেছেন, ওই মন্তব্যের জন্য তিনি টেলিফোনে মাসুদা ভাট্টির কাছে দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু তারপরও ‘মহলবিশেষ’ তার বিরুদ্ধে ‘অশালীন ভাষায়’ বক্তব্য দেয়ায় বিষয়টি ব্যাখ্যা করা প্রয়োজন বলে তিনি মনে করছেন। ‘মাসুদা ভাট্টি আমার রাজনৈতিক সত্তা ও সততা নিয়ে দারুণ আপত্তিকর ও অবমাননাকর বক্তব্য রেখেছেন। তাই আমিও তার সাংবাদিকতার নিরপেক্ষ চরিত্র নিয়ে মন্তব্য করেছি। তাকে আমি ব্যক্তিগতভাবে জানি না, তাই তার ব্যক্তিগত চরিত্র সম্পকের্ কিছু বলারও প্রশ্ন ওঠে না।’ ব্যারিস্টার মইনুল লিখেছেন, ‘সাংবাদিক মাসুদা ভাট্টি বলেছেন, লোকে আমাকে সেইভাবে দেখে বলেই তিনি বলেছেন। কিন্তু ফেসবুকে মাসুদা ভাট্টির ব্যক্তিগত চরিত্র সম্পকের্ জঘন্য ধরনের মন্তব্য করা হচ্ছে। এসব বিষয় উল্লেখ করে আমি তো তার সম্পকের্ কোনো মন্তব্য করছি না।’ ‘অবাধ’ নিবার্চনের দাবিতে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ায় কিছু লোক ‘বেসামাল’ হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন মইনুল।