প্রকৃতি ও জীবন

বাংলার চাতুলের হিমালয় জয়

প্রকাশ | ২০ জুলাই ২০২১, ০০:০০ | আপডেট: ২০ জুলাই ২০২১, ০০:১০

ছবি ও লেখা : রেজা মাহমুদ

কেবল দুই বাংলায় উড়ে বেড়ানো এই প্রজাপতির নাম 'চাতুল'। সম্প্রতি হিমালয়ের আশপাশে দেখা মিলছে তার। কিন্তু অন্যান্য প্রজাপতির মতো ক্ষিপ্রতা নেই চাতুলের ; ডানা ঝাপটানোর ভঙ্গিও বেশ দুর্বল। ডানার আকার ও খাঁজকাটা কমলা রঙের আলপনার বাড়তি ওজনেই নাকি এই মন্থরতা। ডানার আলপনা দেখলে মনে হয় যেন গাঢ় অ্যাক্রেলিক রঙ দিয়ে আঁকা। বিদেশিদের কাছে 'লাইসিনিডি' গোত্রের এবং থেকলিনি উপগোত্রের এই চাতুল পরিচিত মাংকি প্যাজেল নামে। বাংলাদেশের দক্ষিণে ও কলকাতায় চাতুলের বিস্তৃতি থাকলেও সম্প্রতি ওড়িশা, আসাম ও সিকিমের ৩ হাজার ফুট উচ্চতা অবধি এদের দেখা মিলছে। আর তাই গবষেকদের গবেষণার খোরাক হয়েছে ভারি শরীর ও ছোট আকারের মন্থর চাতুল। এখন হিমালয়ের আশপাশে মাটি থেকে ১০-১২ ফুট উচ্চতা পর্যন্ত উড়তে দেখা যায় চাতুলকে। যদিও ওড়ার সময় ডানা যতটা এগোয় শরীর ততটা এগোয় না। অনেকক্ষণ ওড়ার পর ফুলের ওপর থিতু হয়। সাধারণত ঝুলে পড়া পাতায় উলম্বভাবে বসে থাকার অভ্যাস এদের। চাতুলদের আহার্য্য উদ্ভিদের আশপাশেই বেশি দেখা যায়। রঙ্গন গাছে ফুলের কুঁড়ির খাঁজে ডিম পাড়তে দেখা যায়। ডিম পাড়ার আগে স্ত্রী চাতুল গাছটিকে বহুক্ষণ ধরে পর্যবেক্ষণ করতে থাকে। এরা সাধারণত বিভিন্ন পাতায় ৭-৯টি ডিম পাড়ে। শূক্রকীট সবুজ বর্ণের, আবার কোথাও লালচে আভা দেখা যায়।