কুকুরের দাম পৌনে ৫ কোটি টাকা!

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মানুষ কখনো কখনো নিজেকে সিংহ পুরুষ দাবি করে কিংবা প্রশংসা করে। কিন্তু কুকুর কখনো সিংহ হওয়ার যোগ্যতা রাখে না। তবে আপনার এই ধারণা ভুল প্রমাণ করে দিবে বিরল প্রজাতির কুকুর তিব্বতিয়ান মাসটিফ। একে সিংহ সদৃশ কুকুর বলে। হিমালয় অঞ্চলে এই জাতের কুকুরের দেখা মেলে। পৃথিবীতে কুকুরের যতগুলো জাত আছে এই কুকুরের জাত আকারে সবচেয়ে বড় হয়। নিউইয়কর্ পোস্টের মতে ২০১১ সালে একটি অরিজিনাল তিব্বতিয়ান মাসটিফ কুকুর বিক্রি হয়েছিল ১.৫ মিলিয়ন ইউএস ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার দাম ১২ কোটি ৩০ লাখ টাকা। ওই কুকুরের নাম ছিল বিগ স্পালাশ। কুকুরটি লম্বায় ছিল ৩১ ইঞ্চি। গড়পড়তায় একটি তিব্বতিয়ান মাসটিফের দাম ৫ লাখ ৮২ হাজার মাকির্ন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকা।