চকরিয়ায় অসামাজিক কাজে বাধা দেয়ায় হামলা আহত ৩

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়া পৌর শহরের বঁাশঘাট রোডের একটি আবাসিক হোটেলে অসামাজিক কাজে বাধা দেয়ায় হামলা করেছে দুবৃর্ত্তরা। এতে তিন ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেনÑ বঁাশঘাট রোড এলাকার মো. আলফাজ (৩৩), জিয়াউদ্দিন (২৮) ও হাবিবুর রহমান (৬০)। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করা হয়। আহত আলফাজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা বলেন, চকরিয়া পৌর শহরের বঁাশঘাট রোডের ‘চৌধুরী বোডির্ং’ নামে একটি আবাসিক হোটেলে দীঘির্দন ধরে জুয়া ও পতিতা ব্যবসা চলে আসছে। বৃহস্পতিবার বিকালে স্কুলের পোশাক পরে কয়েকজন ছাত্রছাত্রী আবাসিক হোটেলটিতে উঠলে স্থানীয় লোকজন বাধা দেয়। বাধার একপযাের্য় ওই শিক্ষাথীর্রা চলে গেলে প্রতিবাদকারী কয়েকজনের ওপর লাঠিসাটা, হাতুড়ি নিয়ে হামলা করেন সাহাবউদ্দিন, জালাল উদ্দিন ও সাদ্দাম হোসেনের নেতৃত্বে হোটেলের মালিকপক্ষের লোকজন। পরে স্থানীয় লোকজন জোট বেঁধে ধাওয়া দিলে হোটেলের মালিকপক্ষের লোকজন পালিয়ে যায়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ ঘটনাস্থল পরিদশর্ন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া নেবে।