ইউরোপীয় নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
এশিয়া-ইউরোপ শীষর্ সম্মেলনে (আসেম) যোগ দিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সব বৈঠকে ইউরোপীয় নেতারা রোহিঙ্গাসহ নানা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবেন বলে জানিয়েছেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৮-১৯ অক্টোবর ব্রাসেলসে আসেম সম্মেলনে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলনের সাইড লাইন বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালান বাসের্ট, মাল্টার পররাষ্ট্রমন্ত্রী কারমেলো আবেলা, পতুর্গালের ইউরোপীয় সম্পকর্ বিষয়ক রাষ্ট্রদূত আনা পাওলার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালান বাসের্ট রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পক্ষে জোরালো সমথের্নর পাশাপাশি এই সংকটের শান্তিপূণর্ সমাধান প্রত্যাশা করেন। এ ছাড়া অন্যদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ১২তম আসেম শীষর্ সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরব সফর শেষে সেখান থেকেই ব্রাসেলসের উদ্দেশে রওনা দেন। আসেম শীষর্ সম্মেলন শেষে ঢাকায় ফিরবেন তিনি। এবারের আসেম শীষর্ সম্মেলনে এশিয়া-ইউরোপের মধ্যে চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে দুই মহাদেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, রাজনীতি, জঙ্গিবাদ মোকাবিলা ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে। এর আগে ২০১৬ সালের জুলাই মাসে ১১তম আসেম শীষর্ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে। সেই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছিলেন।