রসিকের রাস্তা সংস্কার ও ড্রেন নিমার্ণ পুনঃদরপত্র প্রক্রিয়াধীন

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুর সিটি করপোরেশনের (রসিক) একটি সড়কের কাজ বাতিল করে পুনঃদরপত্র আহŸানের প্রক্রিয়া চলছে। এর আগে দুই দফা কাজের সময়সীমা বাড়িয়েও কাজ শেষ না করার অভিযোগে ১ কোটি ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। সূত্র জানায়, ২০১৬ সালের ১৪ মাচর্ রসিকের শাপলা চত্বর থেকে তাজহাটের আরকে রোড পযর্ন্ত ২ হাজার ৯৯০ মিটার সড়কের সংস্কার ও রাস্তার দু’ধারে ড্রেন নিমাের্ণর জন্য দরপত্র আহŸান করা হয়। এই কাজের ব্যয় ধরা হয় ১১ কোটি ৯৫ লাখ ৯১ হাজার ২২৮ টাকা। ওই বছর ৯ জুন রাজশাহীর মেসাসর্ রাকা এন্টারপ্রাইজের লাইসেন্সে দুই ঠিকাদার যৌথভাবে কাজের জন্য রসিকের সাথে চুক্তি করে। কাজ শেষ করার মেয়াদ ছিল এক বছর। ওই সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় তাদের চলতি বছর ৩১ জানুয়ারি পযর্ন্ত বধির্ত সময় বেঁধে দেয়া হয়। এরপরও সময়মতো কাজ শেষ করতে না পারায় প্রতিদিনের জন্য এক শতাংশ হারে লিকিইডিটি ড্যামেজ আরোপ করা হবে মমের্ ঠিকাদারি প্রতিষ্ঠানকে পত্র প্রদান করা হয়। তাদের লিকিইডিটি ড্যামেজ আরোপের সময়সীমা অতিক্রান্ত হওয়ায় চুক্তি সম্পাদনের শতর্ অনুযায়ী চুক্তি সম্পাদন বাতিল করে সিটি করপোরেশন। এর সাথে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ কোটি ২২ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, দীঘির্দন ধরে স্টেশন রোডের কাজটি না হওয়ায় যানবাহন চলাচলে ঘটছে মারাত্মকভাবে ব্যাঘাত। এর সাথে দুভোের্গ পড়েছেন নগরবাসী। স্টেশন রোডের ঠেকাদার পাড়ার বাসিন্দা কাজি মাজিরুল ইসলাম লিটন বলেন, এই সড়কের যানবাহনের যাত্রীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। মাঝেমধ্যে ছোটখাটো দুঘর্টনাও ঘটছে। তিনি দ্রæত এ সড়কটি সংস্কারের দাবি জানান। এ ব্যাপারে প্রকল্প পরিচালক মোজাক্কার জাহের বলেন, রাকা এন্টারপ্রাইজের জরিমানার টাকা আদায়ের প্রক্রিয়া চলছে। রসিক তত্ত¡¡াবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেনের ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, রাস্তা সংস্কার ও ড্রেন নিমার্ণকাজের আগের ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি বাতিল হওয়ায় পুনঃদরপত্র আহŸানের প্রক্রিয়া চলছে।