সাবেক অর্থমন্ত্রী মুহিত করোনাভাইরাসে আক্রান্ত

প্রকাশ | ২৮ জুলাই ২০২১, ০০:০০ | আপডেট: ২৮ জুলাই ২০২১, ০০:১০

যাযাদি ডেস্ক
আবুল মাল আবদুল মুহিত

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (৮৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন ঢাকা বনানীর বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মুহিত ইতোমধ্যে কোভিড-১৯ টিকার দুটি ডোজই নিয়েছেন। তার বাসায় দেখভালে থাকা মোহাম্মদ বাচ্চু মঙ্গলবার বলেন, 'স্যারের (মুহিত) বাসায় একজন গৃহকর্মীর করোনা ধরা পড়েছিল। স্যার বা ছেলে, পুত্রবধূ, নাতি বা বাসার কোনো সদস্যের কোনো উপসর্গ ছিল না। তবুও আমিসহ বাসার ১০ জনের করোনা টেস্ট করানো হয়।' ২৪ জুলাই নমুনা নেওয়ার পরদিন ফল পান তারা। মুহিত ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেখ হাসিনা সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর রাজনীতি থেকে অবসর নেন। তার ভাই এ কে আবদুল মোমেন এখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় রয়েছেন।