শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
বিভিন্ন জেলার করোনা চিত্র

মৃতু্য কমেছে চট্টগ্রাম বিভাগে, বেড়েছে বরিশালে

চট্টগ্রাম ও বরিশাল অফিস
  ৩০ জুলাই ২০২১, ০০:০০

দেশে করোনা সংক্রমণে মৃতু্যর সারি প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। কোথাও মৃতু্যর সংখ্যা কমলেও বেড়ে যাচ্ছে অন্য কোথাও। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে করোনা আক্রান্তে মৃতু্যর সংখ্যা কমলেও বেড়েছে বরিশাল বিভাগে।

চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম বিভাগে করোনা আক্রান্তে মৃতু্যর সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় বেড়েছে শনাক্ত। তবে চট্টগ্রাম জেলায় শনাক্ত এবং মৃতু্য দুটোই বেড়েছে। আর সবচেয়ে কম মৃতু্য ও শনাক্ত হয়েছে বান্দরবান পার্বত্য জেলায়।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য দপ্তরে সচিব ডা. শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে করোনা আক্রান্ত রোগী মারা গেছে ৩৫ জন। যা বুধবার ছিল ৩৬ জন।

তবে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৩৮ জন। বুধবার শনাক্ত ছিল ৩ হাজার ৩০৩ জন। তবে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত বেড়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৫ জন। আর মৃতু্য হয়েছে ১৭ জনের। সবচেয়ে কম শনাক্ত হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। তা হলো ৩২ জন। আর মৃতু্য ২ জনের। এ নিয়ে চট্টগ্রাম বিভাগে করোনা শনাক্ত দাঁড়াল ১ লাখ ১৮ হাজার ৬১০ জনে। মৃতু্য দাঁড়াল ২ হাজার ৫৫৭ জনে।

বরিশাল অফিস জানায়, বরিশাল বিভাগে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২০ জন মারা গেছেন। আগের দিন বুধবার করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃতু্য হয়েছিল।

বৃহস্পতিবার মৃতদের মধ্যে ১১ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা মারা গেছেন উপসর্গে। তা?দের ম?ধ্যে ১২ জন ব?রিশাল শের-ই-বাংলা মে?ডিকেল ক?লেজ হাসপাতা?লে চি?কিৎসাধীন ছি?লেন। এ?দি?কে বরিশাল বিভা?গে এই সম?য়ে নতুন করে আক্রান্ত হ?য়ে?ছেন ৬৫৬ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্প?তিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃতু্য হয়েছে। এই নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃতু্যর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৩। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে