বিরল প্রজাতির সাকার ফিশ

প্রকাশ | ৩১ জুলাই ২০২১, ০০:০০ | আপডেট: ৩১ জুলাই ২০২১, ০০:০৯

তারেক মাহমুদ, ঝিনাইদহ
দুর্লভ প্রজাতির সাকার ফিশ

ঝিনাইদহে পাওয়া গেল দুর্লভ প্রজাতির দুটি মাছ। এগুলো সাকার ফিশ বলে জানা গেছে। শুক্রবার সকালে কালীগঞ্জ শহরের বাজার থেকে মাছ দুটি সংগ্রহ করেন ঝিনাইদহ সদর উপজেলার দোকানঘর এলাকার মাছ ব্যবসায়ী খগেন হাওলাদার। তিনি জানান, সকালে কালীগঞ্জ বাজারে গিয়ে স্থানীয় এক ব্যক্তির কাছে অপরিচিত মাছ দুটি দেখতে পেয়ে কিনে নেন। ওই ব্যক্তি তার বাড়ির পুকুর থেকে জাল দিয়ে মাছ দুটি ধরেছেন বলেও জানান খগেন। তবে কালীগঞ্জ উপজেলার কোন গ্রাম থেকে মাছ দুটি বাজারে আনা হয় তা বলতে পারেননি তিনি। মাছ ব্যবসায়ী খগেনের প্রতিবেশী স্কুল শিক্ষক মাহমুদুর রহমান জানান, 'মাছ দুটি খুবই শান্ত প্রকৃতির। এর মাথার অংশ দেখতে অনেকটা দেশীয় টেপা মাছের মতো এবং শোল মাছের মতো লম্বা। মাছের পুরো শরীরে ডোরাকাটা দাগ ও সাদা-কালো ফোঁটায় পূর্ণ।' একই প্রজাতির মাছ গত বছরের সেপ্টেম্বরে কালীগঞ্জ শহরের আড়পাড়া ও চাপালী গ্রামে দুটি পুকুরে ধরা পড়ে। তবে এ প্রজাতির মাছ ঝিনাইদহ অঞ্চলের নদীতে বা অন্য জলাশয়ে আরও আছে বলে জানান স্থানীয় জেলেরা। তবে অনলাইনভিত্তিক তথ্যভান্ডার উইকিপেডিয়া থেকে জানা গেছে, এই প্রজাতির মাছে নাম হলো সুইপার ফিশ। এদের বসবাস পশ্চিম আটলান্টিক মহাসাগর এবং ইন্দো প্যাসিফিক মহাসাগরে। এ ছাড়া এ প্রজাতির মাছের বসবাস দেখা যায় জাপান ও অস্ট্রেলিয়ার আশপাশের এলাকায়।