সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ৩১ জুলাই ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে শনি ও বুধবার ব্যাংক খোলা ম যাযাদি ডেস্ক আজ শনিবার ও আগামী বুধবার চট্টগ্রামের কিছু ব্যাংকের শাখা খোলা থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন চলবে। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, আমদানি ও রপ্তানি বাণিজ্য নির্বিঘ্ন রাখার জন্য এই দুই দিন খোলা থাকবে মূলত আগ্রাবাদ ও খাতুনগঞ্জ এলাকার বৈদেশিক মুদ্রার লেনদেনের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলো। প্রসঙ্গত, শনিবার সাপ্তাহিক ছুটির দিন। এদিন সাধারণত ব্যাংক বন্ধ থাকে। আর করোনাভাইরাস মোকাবিলায় চলমান কঠোর বিধিনিষেধের আওতায় বুধবার ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মোটর সাইকেলের তেলের ট্যাংকে মিলল ২৫ হাজার ইয়াবা ম কক্সবাজার প্রতিনিধি মোটর সাইকেলের তেলের ট্যাংকে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় মিলল ২৫ হাজার পিস ইয়াবা। এ সময় মনজুরুল আলম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রামু ফুটবল চত্বর (ব্রিজের নিচে) এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই পাচারকারীকে আটক করা হয়। আটক মনজুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়ার ৬নং ওয়ার্ডের ছোট ডেমশার ফউজুল কবিরের ছেলে। মোটর সাইকেল নিয়ে সে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক পাচারকারী মোটর সাইকেলে করে ইয়াবা নিচ্ছে- এমন খবর পেয়ে রামু ফুটবল চত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযানকালে মনজুরুল আলমকে ইয়াবাসহ আটক করি। তার স্বীকারোক্তি মতে মোটর সাইকেলের তেলের ট্যাংকে তলস্নাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা ছোট ৪০টি বোতল বের করা হয়। পরে প্রতিটি বোতল খুলে ৬২৫ পিস করে মোট ২৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা।'