ভাসানচর থেকে পালিয়ে আসা ১০ রোহিঙ্গা উখিয়ায় আটক

প্রকাশ | ৩১ জুলাই ২০২১, ০০:০০

কক্সবাজার প্রতিনিধি
ভাসানচর থেকে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে লুকিয়ে থাকা অবস্থায় ১০ রোহিঙ্গাকে আটক করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উখিয়ার মধুরছড়া ক্যাম্পের আবুল কালাম মাঝির বসতঘর থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএন'র অধিনায়ক (এসপি) নাঈমুল হক। আটকরা হলেন মধুরছড়া ক্যাম্পের আমিনের ছেলে ফয়জুল ইসলাম (২৯), তার স্ত্রী মাজিদা বেগম (২৫), ছেলে ইয়াছির (৭), কায়সার (২), মেয়ে নুর ফাতেমা (৪), বড় ভাই জাহিদ হোসেন (৩০), তার স্ত্রী আছমা খাতুন (২৭), ছেলে সৈয়দ হোসেন (৯), হামিদ হোসেন (২) এবং মেয়ে আয়াছ ফাতিমা (৪)। ১৪ এপিবিএন'র অধিনায়ক (এসপি) নাঈমুল হক জানান, বৃহস্পতিবার ৪ নম্বর ক্যাম্পের আবুল কালাম মাঝির বসতঘরে অভিযান চালিয়ে ১০ রোহিঙ্গাকে আটক করা হয়। আটক ফয়জুল ও জাহিদ আপন ভাই।