শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে আইইবি ও ম্যাক্স গ্রম্নপের যৌথ উদ্যোগে ৬০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

নতুনধারা
  ০২ আগস্ট ২০২১, ০০:০০

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ও ম্যাক্স গ্রম্নপের যৌথ উদ্যোগে চাঁদপুরে করোনা রোগীদের জন্য ৬০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। আইইবি'র সহ-সভাপতি পাওয়ার সেলের ডিজি প্রকৌশলী মোহাম্মদ হোসাইনের সার্বিক সহযোগিতায় এই অক্সিজেন সহায়তা প্রদান করা হয়।

রোববার দুপুরে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের হাতে অনানুষ্ঠানিকভাবে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। সিলিন্ডারগুলোর মধ্যে ২৫টি সদর হাসপাতালের জন্য, শাহরাস্তির উপজেলার জন্য ১০টি, হাজীগঞ্জ উপজেলার ১০টি এবং কচুয়া উপজেলার জন্য ১৫টি প্রদান করা হয়।

অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মো. সাখাওয়াত উলস্নাহ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউনুছ হোসেন বিশ্বাসসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এই কার্যক্রমে সহযোগিতা করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিবলু। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে