শোকের মাস আগস্টের প্রথম দিন পালিত

প্রকাশ | ০২ আগস্ট ২০২১, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
শোকাবহ আগস্টের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং আলোর মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার রাত ১২টা ১ মিনিটে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত বাড়িটির সামনে সংগঠন দুটির নেতাকর্মীরা প্রজ্বলিত মোমবাতি হাতে জড়ো হন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। আলোর মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। এ সময় সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, গ্রন্থনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাইদসহ কেন্দ্রীয় ও নগরের নেতারা উপস্থিত ছিলেন। ছাত্রলীগের কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন। বিতরণ যুবলীগের : জাতির পিতার ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শেখ হাসিনার নির্দেশনায় গরীব-দুঃখী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। গতকাল রাজধানীর মুগদা মাদ্রাসা মসজিদ রোডে 'ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ'র উদ্যোগে প্রায় ৫০০ গরীব-দুঃখী অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় উপস্থিত ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সম্পাদক সুব্রত পাল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ-আইটি সম্পাদক এনআই আহমেদ সৈকতসহ ঢাকা মহানগর দক্ষিণ ও কেন্দ্রীয় যুবলীগের নেতারা। খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করেন মুগদা থানা ছয় নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সাইজু। এ ছাড়া একুশে টেলিভিশন লিমিটেড কার্যালয়ে শোকাবহ আগস্ট উপলক্ষে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির ছিলেন- শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, একুশে টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পীযুষ বন্দ্যোপাধ্যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোহাম্মদ শারফুদ্দীন আহমেদ, ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, জিটিভির বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, ইটিভির পরিচালক রবিউল হাসান অভি এবং কেএম শহীদুলস্নাহ।