শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

'৬৫ শতাংশ নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা'

যাযাদি রিপোর্ট
  ০৩ আগস্ট ২০২১, ০০:০০

রাজধানীর ৬৫ শতাংশ নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়া যায় বলে অভিযোগ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বাকি ২০ শতাংশ লার্ভা ঢাকা ওয়াসার পানির মিটারের নিচে থাকে। এ ছাড়া নগরীর বিভিন্ন বাসাবাড়ি, টায়ার, টিউব, ডাবের খোসা, ফুলের টব এবং ছাদ বাগানসহ অন্যান্য স্থানে লার্ভা থাকে বলে দাবি করেন তিনি।

সোমবার মিরপুর-১ নম্বর এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া-বিরোধী এক অভিযানের সময় তিনি এ কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, 'করোনার মধ্যে ডেঙ্গু হানা দিয়েছে। আমি বিভিন্ন এলাকায় যাচ্ছি এবং সেসব এলাকার কাউন্সিলর ও সংসদ সদস্যদের এই অভিযানের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছি। আমরা প্রতি শনিবার ১০টায় ১০ মিনিট নিজের বাসা নিজ হাতে পরিষ্কার করব।'

আমাদের অঞ্চল-২ এ আটটি ওয়ার্ড রয়েছে। এখান থেকে যাওয়ার পর প্রত্যেক কাউন্সিলর তার নিজ নিজ এলাকায় কাউন্সেলিং করবেন।

মেয়র বলেন, 'ডেঙ্গু থেকে মুক্তির জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সিটি করপোরেশন থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু কোনো বাড়ির ছাদ কিংবা বেলকনিতে যাওয়ার অধিকার আমাদের নেই। আমরা বিভিন্ন জায়গা থেকে ফিরে এসেছি।'

তিনি বলেন, গত ২৭ জুলাই থেকে আমাদের অভিযানের সময় ৫০৮টি স্থানে এডিসের লার্ভা পাওয়া গেছে। নিয়মিত মামলা করা হয়েছে ২০টি। জরিমানা করা হয়েছে প্রায় ২০ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে