বিএনপির কালো পতাকা মিছিল আজ সারাদেশে

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের যাবজ্জীবন কারাদÐের প্রতিবাদে আজ সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি। পূবের্ঘাষিত কমর্সূচি অনুযায়ী রাজধানীসহ দেশের সব মহনগর, জেলা-উপজেলায় এই কমর্সূচি পালিত হবে। বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু যায়যায়দিনকে জানান, সুবিধামতো সময় রাজধানীতে মহানগরের নেতাকমীর্রা কালো পতাকা মিছিলের কমর্সূচি পালন করবে। রাজধানী ছাড়াও দেশের সব মহানগরী ও জেলা সদরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকমীর্রা তাদের সুবিধামতো সময় কালো পতাকা মিছিল বের করবে। তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে প্রথমে বিএনপি গত ১৬ অক্টোবর দেশব্যাপী কালো পতাকা মিছিল করার কমর্সূচি ঘোষণা দেয়। পরে হিন্দুধমার্লম্বীদের পূজার কারণে কালো পতাকা মিছিলের তারিখ পিছিয়ে ২১ অক্টোবর নিধার্রণ করে। ইতোমধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের সাজার প্রতিবাদে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল পূবের্ঘাষণা অনুযায়ী দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কমর্সূচি পালন করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল ও শ্রমিকদল দেশব্যাপী মানববন্ধনের কমর্সূচিও পালন করবে। প্রসঙ্গত, গত ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদÐ দেয়। তাৎক্ষণিকভাবে রায় প্রত্যাখ্যান করে বিএনপি। একইসঙ্গে সাতদিনের কমর্সূচি ঘোষণা করা হয়। এরমধ্যে দেশব্যাপী কালো পতাকা মিছিলের কমর্সূচিও ছিল।