বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
ডেঙ্গুর প্রকোপ

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী এক হাজার ছাড়াল

ম যাযাদি রিপোর্ট
  ০৪ আগস্ট ২০২১, ০০:০০
আপডেট  : ০৪ আগস্ট ২০২১, ০০:৪৪

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৪ জন শনাক্ত হওয়ার মধ্য দিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা এক হাজার ছাড়াল। গত একদিনে ঢাকায় ২৪৮ জন এবং ঢাকার বাইরে ১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর গতকাল পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৭২ জন চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু ভাইরাস সংক্রমণবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এছাড়া আগের দিন রোববার ২৩৭ জন ও সোমবার ২৮৭ জন ভর্তি হয়েছিলেন। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী সারা দেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭২ জন। এর মধ্যে রাজধানী ঢাকার ৪১টি সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১ হাজার ২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ঢাকার বাইরের বিভাগে ৪৭ জন ভর্তি রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল (৩ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট ৩ হাজার ৪৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৭০ জন। আর চলতি মৌসুমে ডেঙ্গু সন্দেহে মারা যাওয়া ৪ জনের তথ্য পর্যালোচনার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। অন্যদিকে চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রম্নয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং আগস্টের তিনদিনে ৭৮৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩৮ জন স্যার সলিমুলস্নাহ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি হয়েছে। এ ধারাবাহিকতায় এদিন ঢাকা শিশু হাসাতালে ৯ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩ জন এবং পিলখানা বিজিবি হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন। এর বাইরে বেসরকারি আদদ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলে ১৬ জন, সেন্ট্রাল হাসপাতাল (ধানমন্ডি) ১৬ জন, হলি ফ্যামিলি হাসপাতালে ১৫ জন, ইবনে সিনা হাসপাতালে ১৩ জন, আজগর আলী হাসপাতালে ১২ জন, ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন ডেঙ্গু ফিবারের রোগী ভর্তি হয়েছেন। বাকিরা অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে