জুলাইয়ে ৫৭ কোটি ৭০ লাখ টাকার পণ্য জব্দ বিজিবি'র

প্রকাশ | ০৪ আগস্ট ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৫৭ কোটি ৭০ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৭,০৮,৭১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৭,৩৯২ বোতল ফেনসিডিল, ২২,৪০৬ বোতল বিদেশি মদ, ১,১৫৪ ক্যান বিয়ার, ১,১৫৭ কেজি গাঁজা, ৫ কেজি ৯২৮ গ্রাম হেরোইন, ৪২,৩৯৭টি ইনজেকশন, ৬,৫৩১টি ইস্কাফ সিরাপ, ১০,৪৭৮টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১,৮৭,৯৭০টি অন্যান্য ট্যাবলেট। জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৯ কেজি ৮৬০ গ্রাম রুপা, ৬২,৭৫৫টি কসমেটিকস সামগ্রী, ১,৫০০টি ইমিটেশন গহনা, ৪,৮৪৬টি শাড়ি, ১,৬৪৪টি থ্রিপিস/শার্টপিস, ১,৮১৪ ঘনফুট কাঠ, ৭২২ কেজি চা-পাতা, ৮,৯৯০ কেজি কয়লা, ৮টি ট্রাক/কাভার্ডভ্যান, ৫টি প্রাইভেট কার/মাইক্রোবাস, ৫টি পিকআপ, ২৪টি সিএনজি/ইঞ্জিনচালিত অটোরিকশা এবং ১১১টি মোটর সাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ৩টি বন্দুক, ১টি এলজি, ৮১ মি. মি. মর্টার বোম্ব ২৯টি, ৩ কেজি ২০০ গ্রাম গান পাউডার এবং ৫ রাউন্ড গুলি। এছাড়া সীমান্তে বিজিবি'র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৫৫ জন চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৫৩ জন বাংলাদেশি নাগরিক ও ৫ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি