বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টসর্ কোসের্র সনদ বিতরণ

প্রকাশ | ০৪ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনীর ৫৪তম ফ্লাইং ইনস্ট্রাক্টসর্ কোসের্র সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ফ্লাইং ইনস্ট্রাক্টসর্ স্কুল, বিএএফ, বগুড়াতে এ সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মাশার্ল এম সানাউল হক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কোসের্ অংশগ্রহণকারী প্রশিক্ষণাথীর্ কমর্কতাের্দর মাঝে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে ফ্লাইং ইনস্ট্রাক্টসর্ স্কুলের অধিনায়ক উইং কমান্ডার মো. রিয়াদ হাসান রব্বানী প্রতিষ্ঠানের পরিচালিত কোসর্ সম্পকের্ সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন কমর্কতার্ এই কোসের্ অংশগ্রহণ করেন। স্কোয়াড্রন লীডার মাহফুজুল হাসান সাবির্কভাবে চৌকস প্রশিক্ষণাথীর্ কমর্কতার্ হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ লাভ করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊধ্বর্তন কমর্কতার্, বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। আইএসপিআর