বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কেমিক্যাল গুদাম পরিদর্শন বিএনএসিডবিস্নউসির বিশেষজ্ঞ দলের

নতুনধারা
  ১৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডবিস্নউসি) এর বিশেষজ্ঞ দল বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডেঞ্জারাস কার্গো/কেমিক্যাল গুদাম পরিদর্শন করে। পরিদর্শনে বিএনএসিডবিস্নউসি- এর সদস্য সচিব কমডোর জাহাঙ্গীর আদিল সামদানীর নেতৃত্বে সশস্ত্র বাহিনী বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থা থেকে মোট ১৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বিগত কয়েক দশক ধরে বাংলাদেশে শিল্পভিত্তিক অর্থনীতির ব্যাপক প্রসার ঘটছে এবং এরই ধারাবাহিকতায় রাসায়নিক দ্রব্যের চাহিদাও ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এই বর্ধিত চাহিদা মেটাতে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে স্থল, সমুদ্র ও বিমান বন্দর দিয়ে প্রচুর পরিমাণে বিপজ্জনক/রাসায়নিক দ্রব্য দেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং তা অনেক সময়েই বিভিন্ন কারণে বন্দরে মজুদ থাকে। তাই বন্দরে এসব মজুদকৃত ডেঞ্জারাস কার্গো/কেমিক্যাল গুদামের সঠিক ব্যবস্থাপনা করা না হলে যে কোন মারাত্মক দুর্ঘটনার আশংকা থাকে। তাছাড়া এ সকল ঝুঁকিপূর্ণ ডেঞ্জারাস কার্গো/কেমিক্যালের সঠিক ব্যবস্থাপনা করা না হলে পরিবেশ ও জনজীবনের উপরও এর ক্ষতিকর প্রভাব পড়ে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান বিমানবন্দর হওয়ায় উলেস্নখযোগ্য পরিমান ডেঞ্জারাস কার্গো এ বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি হয়ে থাকে। এরই প্রেক্ষিতে বিমান বন্দরের ডেঞ্জারাস কার্গো/কেমিক্যাল ব্যবস্থাপনা সুসংহত করতে পরিদর্শন দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন সম্পন্ন করে। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে